Saturday, July 27, 2013

unlimited নেট চালান কোন HTTPS/ssl proxy সেটিং ছাড়া

পিসিতে unlimited নেট  ব্যাবহার করতে নিচের পদ্ধতি অনুসরন করুনঃঃঃ
.arrow. স্টেপ ( ১ ) একটি সিঙ্গেল সিম নোকিয়া মোবাইল , ( অন্যান্য ব্র্যান্ডের মোবাইল দিয়েও হবে , যদি নেট কানেক্ট দিতে পারেন তবে )
.arrow. স্টেপ ( ২ ) নিচ থেকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করে নাও মোবাইল অত্থবা পিসি দিয়ে , এখানে কিপটামি করবেন না , দুইটা সফট ১ এমবি ও না । সো , ৯ টাকায় ৩ এমবি কিনে নেন ।
.arrow. স্টেপ ( ৩ ) সফট গুলো .zip করা । এগুলো এক্সট্রাক্ট করে শুধু মাত্র এদের মেইন ফাইল এর শর্টকাট ইউজ করবে ।
.star. প্রোক্সিমাইজ সফটওয়্যার ( Proxifier ) Link: এখানে 
.star. রিকাননেক্ট সফটওয়্যার ( ReConnect ) Link: এখানে
প্রথমেই তোমার নোকিয়া স্যুইট থেকে নেট কানেক্ট দেয়ার সময় Access point ( apn ) হিসেবে ‘ gpmms ‘  দেন
। যদি আপনার  ব্রাউজার এ অন্যান্য প্রক্সি সেটিং থেকে থাকে তবে তা মুছে দাও ।
এবার এখানে Proxifier.exe টি ওপেন করলে সিরিয়াল কী চাইবে । কোন সমস্যা নেই নিচ থেকে ডিটেইলস গুলো বসিয়ে নাও ।
.arrow. Name: tech4bd
.arrow. Serial: 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
সফট টি এ ওপেন হবার পর File লেখাটির নিচের অর্থাৎ একদম বাম দিকের আইকন টি টে ক্লিক করুন । এখানে আপনি নতুন একটি উইন্ডো দেখতে পাবেন ।
ADD এ ক্লিক করে
Address এ দিন : 10.128.001.002 । Port : 8080
Ok তে ক্লিক করে সফট টি মিনিমাইজ করে  দেন। ক্লোজ মোটেও করবেন না । ব্যাস ।
এবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে রিকানেক্ট সফট টি কানেক্ট দিয়ে রাখ । আর উপভোগ করেন আনলিমিটেড ইন্টারনেট ও তার সাথে আনলিমিটেড ডাউনলোড ।
ধন্যবাদ।

No comments:

Post a Comment